শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

খালেদাকে গ্রেফতার হবে সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া

রুহুল কবির রিজভী

খালেদাকে গ্রেফতার হবে সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণতি হবে ভয়াবহ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের পরও আন্দোলন, হরতাল-অবরোধ যখন অগ্রগামী তখন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণতি হবে 'অবৈধ' সরকারের জন্য রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া।

সরকারের সমালোচনা করে বিএনপির দফতর সম্পাদক বলেন, 'এখন একদলীয় রাষ্ট্র, একদলীয় নির্বাচন, একদলীয় জনপ্রশাসন ও একদলীয় বিচারব্যবস্থা বিরাজমান। এই ব্যবস্থায় আইনি প্রক্রিয়ার অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রীর জারিকৃত ফরমানের ধারাবাহিক বাস্তবায়ন।' খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে বিএনপির আন্দোলনে ভাটা পড়বে বলে ক্ষমতাসীনরা মনে করলে, তা ভুল হবে বলেও মন্তব্য করেন রিজভী। রিজভী আহমেদ বলেন, 'অবৈধ সরকারপ্রধান থেকে শুরু করে শাসকদলের উচ্চপর্যায়ের নেতাদের বক্তব্য-বিবৃতি শুনলে মনে হয় কে কত নিম্নরুচির ভাষা প্রয়োগ করতে পারেন তারই প্রতিযোগিতা করছেন তারা। জাতীয় সংসদকে যেন আওয়ামী লীগের দ্বিতীয় কার্যালয় কিংবা আওয়ামী মহাজোট সরকারের ক্লাবঘরে পরিণত করা হয়েছে। সেখানে গানবাজনা থেকে শুরু করে জিয়া পরিবারের বিরুদ্ধে গালিগালাজ এবং আন্দোলন দমানোর হুমকি-ধমকির প্রতিযোগিতা চলছে।' তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার ও বিচার করার জন্য ক্ষমতাসীন দল একযোগে চিৎকার জুড়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর ভাই শেখ সেলিম বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে নাকি প্রকাশ্যে রাস্তায় ধরে এনে বিচার করা হবে। তার এ ধরনের বক্তব্য কেবল শেখ হাসিনাকে খুশি করা। কারণ এই শেখ সেলিমই শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। নিজের অপরাধ ঢাকা দেওয়ার জন্যই বোনকে খুশি করতে এখন বেগম জিয়ার বিরুদ্ধে গলা ছেড়ে গালিগালাজ করছেন।'

 

 

সর্বশেষ খবর