রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ঢাকা আইনজীবী সমিতিতে ভরাডুবি সরকার সমর্থকদের

ঢাকা আইনজীবী সমিতির (২০১৫-১৬) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। নির্বাচনে ভরাডুবি ঘটেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের। শুধু সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদসহ পাঁচটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা।
গতকাল রাত সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নীল প্যানেলের মাসুদ আহম্মেদ তালুকদার পেয়েছেন ৪৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক পেয়েছেন ৪৩৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ওমর ফারুক ফারুকী পেয়েছেন ৪৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ৪০৫৭ ভোট। গত বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ৯১১ জন এবং দ্বিতীয় দিনে ৫ হাজার ১৮১ জন ভোট দিয়েছেন। গত ২০১৪ ও ২০১৫ বর্ষের নির্বাচনেও সভাপতি ও সম্পাদকীয়সহ ১৯টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করেছিলেন।

সর্বশেষ খবর