রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

দেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে

দেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে

সংবিধানপ্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকার ও বিরোধী দলের কর্মকাণ্ড দেশকে আরও অনিশ্চয়তা ও ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেবে। তার পরিণতির জন্য উভয় পক্ষই দায়ী থাকবে। রাজধানীর ইডেন গার্ডেনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির সভায় ড. কামাল হোসেন সরকার ও ২০-দলীয় জোটের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, আবদুল আজিজ, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মো. সগীর আনোয়ার, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  ড. কামাল হোসেন আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীলসমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায় সংলাপের মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধানের পরামর্শ দিলেও সরকার কোনোভাবেই তা কানে তুলছে না। সরকার অন্য কোনো ভাবেও সহিংসতা বন্ধ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথ খুঁজে পাচ্ছে না। একদিকে অবরোধের নামে পেট্রলবোমা আক্রমণ ও সহিংসতা চলছে। ড. কামাল বলেন, সরকার গুম-ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাতে দেশের চলমান সংকট আরও গভীরতর হচ্ছে। এরকম পরিস্থিতিতে শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও শঙ্কিত। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও অভিজিৎ হত্যাকাণ্ড জনগণকে আতঙ্কিত করে তুলেছে। অভিজিৎ হত্যাকাণ্ডসহ বিভিন্ন ব্যাপারে সরকারের মন্ত্রী ও নেতাদের উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যও অপরাধীদের খুঁজে বের করা ও সঠিক তদন্তের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, হুমায়ুন আজাদ, সাগর-রুনি, রাজীব, নারায়ণগঞ্জে চন্দন সরকারসহ অতীত খুনের সঠিক বিচারের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নিলে হয়তো অভিজিৎ হত্যাকাণ্ড ঘটত না। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর