রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ক্ষমতায় যাওয়ার এখনই সুযোগ

ক্ষমতায় যাওয়ার এখনই সুযোগ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘প্রধান দুই দলের প্রতি দেশের মানুষের বিরক্তি, জাতীয় পার্টি ক্ষমতায় আসার বড় সুযোগ। আমরা মানুষ মেরে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করি না। তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।’ তিনি বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে জনগণ আর চায় না। জাতীয় পার্টিকে দেশের মানুষ আবারও ক্ষমতায় চায়। দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-যুবক, ব্যবসায়ী-চাকরিজীবীদের জিজ্ঞাসা করুন। তারা বলবেন, এরশাদের সময়ে সবচেয়ে ভালো ছিলাম। আবার তাকে চাই। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি চট্টগ্রাম নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদ এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, সদস্যসচিব শফিক আহমেদ, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার, সদস্যসচিব নুরুচ্ছফা সরকারসহ ঊর্ধ্বতন নেতারা। এরশাদ আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। এটা হাতছাড়া করা যাবে না। ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যাব। অস্ত্র আর দুর্নীতির জন্য নয়, মানুষের কল্যাণে ক্ষমতায় আসতে চাই।’ -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সর্বশেষ খবর