রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

হৃদরোগে আক্রান্ত লতিফ সিদ্দিকী

হৃদরোগে আক্রান্ত লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় অন্তরীণ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল সকালে তাকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া গতকাল জানান, সকাল সাড়ে ৯টার দিকে লতিফ সিদ্দিকীর হার্ট অ্যাটাক হয়। তিনি সিসিইউতে আছেন, তবে অচেতন নন। ৭৭ বছর বয়সী লতিফ সিদ্দিকী বার্ধক্যজনিত আরও নানা জটিলতায় ভুগছেন বলে তিনি জানান। কারাগারে আটক লতিফ সিদ্দিকী বুকে ব্যথা অনুভব করলে গত ৬ ডিসেম্বর তাকে বিএসএমএমইউতে পাঠানো হয়। এর পর থেকে তিনি এই হাসপাতালেই রয়েছেন। পাঁচ মাস আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হজ নিয়ে এক মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হন প্রবীণ এই রাজনীতিক। এর পর তিনি বিদেশে থাকার মধ্যেই ১৮ জেলায় দুই ডজনের বেশি মামলা হয় তার বিরুদ্ধে। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে ঢাকায় ফিরে গত ২৫ নভেম্বর ধানমণ্ডি থানার মাধ্যমে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এর পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বড় ভাইয়ের পাশে কাদের সিদ্দিকী : এদিকে মতিঝিলে টানা ৩২ দিন অবস্থান থেকে উঠে বড় ভাই লতিফ সিদ্দিকীকে দেখতে হাসপাতালে যান ছোট ভাই বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি থেকে অসুস্থ লতিফ সিদ্দিকীকে দেখতে ছুটে যান তিনি। দুই ঘণ্টা পর আবারও মতিঝিলে অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন তিনি। কাদের সিদ্দিকী ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে অবস্থান করছেন।-নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর