মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

পাঁচ মিনিটের ‘টর্নেডো’ হাতিরঝিলে

নয়নাভিরাম হাতিরঝিলে গতকাল যেন টর্নেডো বয়ে গেছে। ১০/১২ জন দুর্বৃত্তের একটি দল হাতিরঝিলে চলাচল করা যানবাহনে আচমকা হামলা চালায়। লাঠিসোঁটা নিয়ে প্রথমে তারা যানবাহনের গতিরোধ করে। এরপর চালায় ভাঙচুর। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাত্র ৫ মিনিটের এই তাণ্ডবলীলায় পুড়ে ভস্মীভূত হয় চারটি গাড়ি। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় আরও ১০টি গাড়ি। অগ্নিসংযোগ ও ভাঙচুর করেই মুহূর্তেই লাপাত্তা দুর্বৃত্তের দল। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। সকাল ১০টায় গুলশান-১ এর নিকেতন সংলগ্ন হাতিরঝিল এলাকায় শিবির ক্যাডাররা এই তাণ্ডব চালায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা ১০/১২ জন যুবক হরতাল হরতাল বলতে থাকেন। এরপরই তারা ছড়িয়ে পড়েন রাস্তায়। এদের একটি অংশ গাড়িতে আগুন ধরিয়ে দিতে থাকেন। আর অন্য অংশটি বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করতে থাকেন। এ সময় অন্তত ৪টি প্রাইভেটকার জ্বলতে দেখা গেছে এবং অন্তত ১০টি গাড়িতে ভাঙচুর করা হয়। আতঙ্কে সেখানকার লোকজন ছোটাছুটি করতে থাকে। ৫ মিনিটের তাণ্ডব চালিয়ে যুবকরা পালিয়ে যায়। হরতালের প্রথম দিন রবিবারে নগরীতে ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে আহত হন সাংবাদিকসহ অন্তত ১০ জন। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। হরতালের দ্বিতীয় দিন গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় বেপরোয়াভাবে গাড়িতে ভাঙচুর ও অন্তত ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

সর্বশেষ খবর