মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
রকিবুল হাসানের কলাম

গুরুত্ব দিতে হবে স্কটল্যান্ডকে

গুরুত্ব দিতে হবে স্কটল্যান্ডকে

ছোট হয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেট। গ্রুপ পর্বে ম্যাচ শেষ হতে চলেছে। কারা কারা কোয়ার্টার ফাইনাল খেলবে তাও নিশ্চিত হতে চলেছে। নিউজিল্যান্ড টানা চার ম্যাচ জিতে সবার আগে শেষ আটে জায়গা করে নিয়েছে। ভারতও এই পথে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। বাদ যাবে না অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও। আসলে কে কোয়ার্টার ফাইনালে যাবে বা যাবে না এ নিয়ে আমি ততটা বিচলিত নই। আমার চিন্তা বাংলাদেশকে ঘিরেই। বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক মাশরাফি দৃঢ় কণ্ঠে বলে যান তার টার্গেট কোয়ার্টার ফাইনাল। আসলে এ টার্গেট শুধু মাশরাফির নয় ১৬ কোটি মানুষের। আশার কথা শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হারার পরও বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে লঙ্কানদের ধন্যবাদ দিতে হয়। তারা ইংল্যান্ডকে হারানোর ফলে বাংলাদেশের আশা আরও মজবুত হয়েছে। বাংলাদেশের খেলা এখনো তিনটি বাকি রয়েছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তারপরও বলব নিউজিল্যান্ড এবার যে দুর্দান্ত পারফরম্যান্স শো করছে তাতে করে তাদের হয়তোবা হারানো সম্ভব নয়। কিন্তু বাকি দুদল স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারাবে সে ব্যাপারে আমি আশাবাদী। তবে দুটো ম্যাচ জিতবই শতভাগ নিশ্চয়তা দিতে পারি না। স্কটল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল দল। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে এবার বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলো ভালোই খেলছে। আয়ারল্যান্ড হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এমনকি শ্রীলঙ্কাকেও কাঁপিয়ে দিয়েছিল আফগানিস্তান। একবার চিন্তা করুন নিউজিল্যান্ডের মতো দলকে বিপদে ফেলে দিয়েছিল স্কটল্যান্ড। সুতরাং স্কটল্যান্ড যতই দুর্বল হোক না কেন তাদেরকে যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নামতে হবে। গোটা দেশ চেয়ে থাকবে এ ম্যাচটির দিকে। একটা কথা না বললে নয়, আইসিসি চাচ্ছে সামনের বিশ্বকাপে দল কমাতে। আমি এ নিয়ে দ্বিমত পোষণ করি। সহযোগী দেশগুলো যেখানে ভালো খেলছে সেখানে দল কমানো মানে বিশ্বকাপের আকর্ষণ কমে যাওয়া।

সর্বশেষ খবর