শিরোনাম
মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
ডেটলাইন ৪ মার্চ

আদালতে যাবেন না খালেদা জিয়া

আদালতে যাবেন না খালেদা জিয়া

দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও নিরাপত্তার কারণে আগামীকাল বুধবার বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিকালে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ৪ মার্চ সামনে রেখে পুলিশ প্রশাসনেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে। তবে কখন তল্লাশি অভিযান চালানো হবে সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে। ৪ মার্চ বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত না হলে তাদের ওপর নতুন করে কোনো নির্দেশনা আসতেও পারে। তবে পুরো বিষয়টি উপর মহলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। যখন নির্দেশনা দেওয়া হবে, তখনই আদালতের নির্দেশমতো তল্লাশি অভিযান চালানো হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় ২৫ ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপারসনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার তার জামিন বাতিল করে এ পরোয়ানা জারি করেন। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় আগামীকাল একই আদালত তারেক রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া দুই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ওই একই দিন (৪ মার্চ) ধার্য করা হয়। এদিকে আদালতে হাজির না হওয়ায় কাজী সলিমুল হক কামাল ও সরফুদ্দিন আহমেদেরও জামিন বাতিল করা হয়। জামিন বাতিল করে এ মামলার সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সানাউল্লাহ মিয়া বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদন বাতিল হয়ে গেছে। তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এরই মধ্যে তার বাসা থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। কয়েক দিন আগে আদালতে হাজিরা দিতে গেলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বেগম জিয়ার গাড়িবহরে হামলা করে। এখনো আমরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছি। তাই বুধবার বিএনপি-প্রধান আদালতে যাবেন না।’

সর্বশেষ খবর