শিরোনাম
মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

যত দ্রুত সম্ভব সংলাপের উদ্যোগ নিন : ড. কামাল

দেশের বিদ্যমান সংকট নিরসনে আলোচনার বিষয়টি পুনরায় বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি সরকারের প্রতি যত দ্রুত সম্ভব সংলাপের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন এর মাধ্যমে আমরা শান্তির পথে এগিয়ে যাই’। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এর আগে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। আ স ম রবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যর ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি নেতা মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল- ‘সংঘাত সহিংসতা বন্ধ কর, জাতীয় সংলাপ শুরু কর’। ড. কামাল হোসেন বলেন, গাড়ি পুড়িয়ে নাশকতা, মানুষ হত্যা যেমন অপরাধ, তেমনি আইনবহির্ভূতভাবে গুম-খুনও অপরাধ। দুটোরই নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘শুধু সরকারি দল নয়, যারা বিরোধী দল করে তাদের জানমালের নিরাপত্তা প্রদানও সরকারের পবিত্র দায়িত্ব। কিন্তু সে দায়িত্ব পালন করছে না সরকার। আমি শুরু থেকেই গুম-খুনের বিরোধিতা করে আসছি। এখনো করছি। আশা করি সরকার দেশের চলমান এই অশান্তি দূর করতে উদ্যোগী হবে এবং জনগণের শান্তির কথাটি বিবেচনায় নিয়ে কাজ করবে।’ তিনি আরও বলেন, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ, আর সবার জন্য একই ধরনের শিক্ষা নিশ্চিতকরণের কথা শুধু মুখে বললেই চলবে না। এসব বাস্তবায়নের জন্যও কাজ করতে হবে। আর তার জন্য চাই স্থিতিশীল অবস্থা। মানুষের ভোটের অধিকার। গণতান্ত্রিক অধিকার। এজন্যই সরকারকে সবার সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে হবে। কারণ কোনো মানুষের জীবনের আজ নিরাপত্তা নেই। এভাবে দেশ চলতে পারে না। আর সেজন্য দেশের ১৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ডা. জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে বলেন, ‘আজ বাংলাদেশে যে অবস্থা চলছে তার জন্য তো আমরা সেদিন অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করিনি। এ অবস্থার নিরসন দরকার। আর তার জন্য প্রয়োজন আর দেরি না করে সংলাপে বসে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা। তবে সে ক্ষেত্রে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।’ সুলতান মোহাম্মদ মুনসুর বলেন, সমস্যা সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই। আর তার জন্য নাগরিক ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর