সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ফুরফুরে মেজাজে টাইগাররা

আসিফ ইকবাল
হ্যামিল্টন থেকে

ফুরফুরে মেজাজে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে তরতাজা হয়ে নামতে অকল্যান্ড ছেড়ে মেলবোর্ন উড়ে আসেননি মাহেন্দ্র সিং  ধোনিরা। রয়ে গেছেন অকল্যান্ডে। কাল সারা দিন অকল্যান্ড শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানেরা। ধোনিবাহিনী নির্ভার হতে চাইছেন ১৯ মার্চ মেলবোর্নের লড়াইয়ের আগে। আত্মবিশ্বাসের পারদটাকে বাড়িয়ে নিতে চাইছেন যেন পা হড়কে না পড়েন। ২০০৭ সালের মতো হেরে যেন বিশ্বকাপ থেকে ছিটকে না পড়েন। কাল অলস সময় কাটালেও ‘অদৃশ্য’ এক চাপ কিন্তু আষ্টেপৃষ্ঠে বেঁধেই রেখেছে ধোনিবাহিনীকে। বিপরীতে একেবারে নির্ভার-নিশ্চিন্ত মাশরাফি, সাকিব, মাহামুদুল্লারা। চনমনে ভাব আর ফুরফুরে মেজাজে কাল টাইগাররা ঘুরে বেরিয়েছেন মেলবোর্ন। নক আউট পর্বে নামার আগে ক্রিকেটারদের মানসিকভাবে উত্তুঙ্গে রাখতেই কোনো বাঁধা-ধরা নিয়মও বেঁধে দেননি টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট মহাযজ্ঞ শুরুর পর এই প্রথম বাঁধভাঙা উচ্ছ্বাস আর নির্ভারচিত্তে ঘুরে বেরিয়েছেন টাইগাররা। বিশ্বকাপ শুরুর আগে শিরোনামে ছিল না বাংলাদেশের নাম। অতি উৎসাহীরাও রাজি হননি বেটিং ধরতে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচগুলোর যে পারফরম্যান্স টাইগারদের, তাতে বাজি ধরে পয়সা হারানোর ইচ্ছা ছিল না কারও। সেই বাংলাদেশ এখন বাজিকরদের অন্যতম আকর্ষণ। মেলবোর্ন থেকে শুরু করে পুরো অস্ট্রেলিয়াতেই বাংলাদেশের বাজির দর উঁচু। ১০ ডলার বাজি ধরলে বিনিময়ে ৫০ ডলার! ভাবা যায়। বিশ্বকাপ শুরুর আগে অথচ বাজির তালিকায়ই ছিল না বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয় টাইগাররা। হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা শেষ পর্যন্ত লড়াই করায় ভয় সঞ্চারিত হয়েছে ভারতীয়দের মনে। ভারত জুড়ে এখন বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে জোর আলোচনা। বাংলাদেশকে আটকে ফেলতে পরিকল্পনা আঁকা শুরু করেছে ভারতীয় দল। সেই পরিকল্পনায় রসদ জোগাচ্ছেন সুনীল গাভাস্কার, মোহাম্মদ আজহার উদ্দীনরা। রসদ না জুগিয়ে অবশ্য অন্য কোনো রাস্তাও নেই। ২০০৭ সালে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগদের নিয়ে গড়া বিশ্বসেরা ব্যাটিং লাইনের ভারতকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশ যেন যমদূত ভারতের। ২০১২ সালে এশিয়া কাপেও হারিয়েছিল ধোনিবাহিনীকে। তাই ম্যাচটি নিয়ে ক্রিকেট বিশ্বের নজর একেবারে আলাদা। এর মধ্যেই ‘মাইন্ড গেম’ শুরু করে দিয়েছে ভারতীয়রা। নানাভাবে, নানাছলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কটূক্তি করছে তারা। কাল ছুটি থাকায় এদিক-সেদিক ঘুরে বেরিয়েছেন সব ক্রিকেটার। সাকিব, মুশফিক, মাহামুদুল্লাহ বেরিয়েছেন স্ত্রী-সন্তানদের নিয়ে। কোচ চন্ডিকা হাতুরাসিংহে হোটেলেই কাটিয়েছেন। বাঁ হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার, সহকারী কোচ রুয়ান কালপাগে, বোলিং কোচ হিথ স্ট্রিক, ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল, টিম মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও সময় কাটিয়েছেন ফর্মুলা ওয়ান রেস দেখে। মেলবোর্নে অস্ট্রেলিয়ান গ্রাপি ওয়ান দেখতে অ্যালবার্ট পার্কে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। শোয়ার্জনেগার ছাড়াও অস্ট্রেলিয়ান গ্রাপি দেখতে উপস্থিত ছিলেন হলিউডের আরও তারকা। এসেছেন বিশ্বখ্যাত গায়ক রিকি মার্টিনও। হ্যামিল্টন থেকে ১৪ মার্চ মেলবোর্ন আসে টাইগাররা। ম্যাচের পরের দিন সকালে ফ্লাইট থাকায় ঘুমাতে পারেনি ক্রিকেটাররা। ১৪ মার্চ পুরোটা সময় ঘুমে কাটিয়ে কাল ঘুরতে বেরিয়েছেন মাশরাফিরা। ল্যাংহাম হোটেলে আজ উঠবে ভারতীয় ক্রিকেট দল। প্রতিবেশী দেশ হলেও ম্যাচকে ঘিরে দুই দেশের মধ্যে নেই কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

সর্বশেষ খবর