সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

অসুখে ভালো নেই মান্না

অসুখে ভালো নেই মান্না

এখনো শারীরিকভাবে অসুস্থ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের হার্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ওয়াদুদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি গ্রেফতারের পর প্রথম দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে আবারও দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এ সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের অভিযোগ, রিমান্ডে মান্নাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। রিমান্ড চলাকালেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ মুহূর্তে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করাও জরুরি। এ জন্য তার রিমান্ড বাতিল করে দীর্ঘমেয়াদি বিশ্রাম দিতে তারা সরকারের প্রতি অনুরোধ জানান। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মান্না বুকের ব্যথার পাশাপাশি মেরুদণ্ডে ব্যথা, ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় চোখে স্পি­ন্টার লাগায় তাকে ল্যান্স ব্যবহার করতে হয়। তিনি সম্প্রতি ভারত থেকে আনা ল্যান্সও ব্যবহার করছেন। তাকে ১৫ দিন পরপর মেরুদণ্ডের ব্যথার থেরাপিও দিতে হয়। কিন্তু গ্রেফতারের পর থেকে তা দেওয়া যাচ্ছে না। এতে ক্রমান্বয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন। মান্নার স্ত্রী মেহের নিগার বাংলাদেশ প্রতিদিনকে জানান, দুই দফায় টানা জিজ্ঞাসাবাদে মান্না মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। আবারও তাকে রিমান্ডের নামে নির্যাতন করা হলে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হতে পারে। চিকিৎসকদের পরামর্শে মান্নাকে বাসায় রান্না করা সবজি ও ঝালমুক্ত মাছ খাওয়ানো হচ্ছে বলেও জানান তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান গতকাল বলেন, ‘আমরা মান্নার শারীরিক অবনতিতে উদ্বিগ্ন। তার সুচিকিৎসার জন্য দীর্ঘ বিশ্রামের প্রয়োজন। তাই তার সুচিকিৎসার জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে রিমান্ড বাতিল হওয়া উচিত।’ -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর