রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চাকরি হারাচ্ছেন শিক্ষানবিস সেই কূটনীতিক

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে নৈতিকতাবিরোধী কাজে জড়িয়ে পড়ায় চাকরি হারাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে শিক্ষানবিস হিসেবে কর্মরত কূটনীতিক মাহবুব শহীদ শিশির। পররাষ্ট্র সচিব শহীদুল হক গতকাল জানিয়েছেন, তাকে বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। গত বৃহস্পতিবার তার স্থায়ী হিসেবে পররাষ্ট্র দফতরে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগের কারণে তা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে অন্যদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগ দেন বুয়েট থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাহবুব শহীদ শিশির। তিনি দুই বছরের জন্য শিক্ষানবিস হিসেবে কাজ করছিলেন। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকেসহ মোট ১০ তরুণ কর্মকর্তাকে পাঠানো হয় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নেদারল্যান্ডস ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স-এ। সেখানে শর্ট ট্রেনিং-এ তারা অংশ নেন। কিন্তু নেদারল্যান্ডস পররাষ্ট্র দফতর থেকে একটি নোট ভারবালের মাধ্যমে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে হেগ-এ রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানকালে একটি দোকানে মোবাইল ফোনের হেডফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ডাচ পুলিশের হাতে ধরা পড়েন মাহবুব শহীদ শিশির। তিনি ডাচ পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেন, ‘সঙ্গীদের’ উৎসাহে তিনি এ কাজ করেছেন। পরে ডাচ পুলিশ ৩৫০ ইউরো মুচলেকায় তাকে ছেড়ে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ওই ব্যাচের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডাচ পুলিশ ‘সঙ্গী’ বলতে বাংলাদেশিদের বুঝে থাকলেও আসলে তা নয়। শিশির সেখানে থাকা অন্যদের কথা বুঝিয়েছিলেন।

সর্বশেষ খবর