রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সেনা মোতায়েন এখন নয়

সেনা মোতায়েন এখন নয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়। তবে ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। ব্যালট বাক্স ছিনতাই রোধসহ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচনের এক সপ্তাহ আগ থেকে সেনা মোতায়েনের দাবি জানান জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ, ইসলামী আন্দোলনের ওয়ায়েজ হোসেন ভুঁইয়াসহ বেশ কয়েকজন। অন্যদিকে মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ রবি সেনা মোতায়েন প্রয়োজন নেই বলেও দাবি করেন।
সিইসি বলেন, কোনো রকম টাকার ব্যবহার নির্বাচনে যেন না হয়। ‘চাঁদ রাত’র ঘটনা যেন ভোটের আগে না ঘটে সেটাও নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রমুখ।
-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সর্বশেষ খবর