রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

শেখ হাসিনার প্রশংসায় জাপানি রাষ্ট্রদূত

শেখ হাসিনার প্রশংসায় জাপানি রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো শাদোশিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। শাদোশিমা উল্লেখ করেন, তিনি খুব কাছে থেকে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেখার সুযোগ পেয়েছেন এবং প্রকৃতপক্ষে তিনি এতে অভিভূত হয়েছেন। খবর বাসস। জাপানি রাষ্ট্রদূত গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে এ প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা দিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করেছেন এবং বাংলাদেশ তার বলিষ্ঠ নেতৃত্বে অনেক অগ্রসর হয়েছে। পাশাপাশি তার সময়ে জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠক সম্পর্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে জাপানের দ্ব্যর্থহীন সমর্থন প্রদানের জন্য সে দেশের সরকার এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব সাফল্যে জাপানের ব্যাপক অবদান রয়েছে। শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করে বলেছেন, ঢাকা-টোকিও সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে এবং বাংলাদেশ তার দায়িত্ব পালনকালীন জাপানের সব ধরনের সহযোগিতা ও আর্থিক সহায়তা পেয়েছে। প্রধানমন্ত্রী জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে গত চার বছর দায়িত্ব পালনকালে তার সক্রিয় ভূমিকার জন্য দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনের জন্য জাপানের আরও সহায়তা ও বিনিয়োগ কামনা করেন। -প্রতিদিন ডেস্ক

সর্বশেষ খবর