রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বৈশাখী মেলায় বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ভাই খুন

বাগেরহাটে শহরের শালতলায় বৈশাখী মেলার মাঠে উত্ত্যক্তকারীদের হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোহেল (১৭) নামের    এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহেলের পেটে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সোহেল শালতলার টোলকু সাহার দোকানের কর্মচারী ছিলেন। সোহেল বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার আবদুল আজিজ হাওলাদারের ছেলে। পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে বৈশাখী মেলায় সোহেলের বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে উঠতি বয়সী কয়েক বখাটের বাকবিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে তারা সোহেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাতে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান। মেলার মাঠে পুলিশি নিরাপত্তার মধ্যে কিশোর খুন হওয়ায় ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সন্দেহভাজন খুনিদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে।
বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল থেকে বাগেরহাট শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।

সর্বশেষ খবর