রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সেনা মোতায়েনের পক্ষে সুজন

সেনা মোতায়েনের পক্ষে সুজন

সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে মত দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী সহিংসতা ঠেকাতে কমিশনকে আরও কঠোর ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা প্রচারণা চালাচ্ছেন- এটা গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।’ লিখিত বক্তব্যে বলা হয়, বিগত উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয়। এ নির্বাচনে সহিংস ঘটনা, কারচুপি, জালভোট, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনা এড়াতে নির্বাচন কমিশনকে এখন সিদ্ধান্ত নিতে হবে- সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সম্ভব কিনা? বক্তব্যে আরও বলা হয়, গাড়িবহর নিয়ে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, শত-সহস্র মানুষ নিয়ে মনোনয়নপত্র দাখিল, মিছিলসহ আচরণবিধি লঙ্ঘনের নানা ঘটনা ঘটছে। -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সর্বশেষ খবর