বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

তোপের মুখে বারাক ওবামা

তোপের মুখে বারাক ওবামা

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তির ফলে নিজ দেশে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তীব্র সমালোচনা করেছেন মার্কিন মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষুব্ধ প্রতিক্রিয়া  দেখিয়েছেন নিজ দেশের বিরোধী দলের নেতারা। ফলে নিজ দেশে চুক্তিটি পাস করতে বেশ বেগ পেতে হবে ওবামাকে। দীর্ঘ প্রায় দুই বছরের আলোচনা এবং সর্বশেষ ১৮ দিনের ম্যারাথন বৈঠকের পর মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উপস্থিত দুই পক্ষের প্রতিনিধিরা পরমাণু চুক্তির  ঘোষণা দেন। চুক্তির উদ্দেশ্য হলো- ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম কমিয়ে আনবে। এ জন্য পশ্চিমাবিশ্ব তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য জাতিসংঘের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনায় বসে। ২০০৬ সালে এটা শুরু হলেও তা কয়েক দিনের মধ্যে স্থগিত হয়ে যায়। ২০১৩ সালে ফের আলোচনা শুরু হয়। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান পার্টির নেতা জন বোয়েনার বলেছেন, এ চুক্তি শুধু তেহরানকেই সাহসী করে তুলবে। পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোর পরিবর্তে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র ছড়িয়ে দিতে সাহায্য করবে। এটা বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের যুদ্ধে জ্বালানি হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠমিত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল ইরানের সঙ্গে পশ্চিমা দেশের ওই চুক্তির প্রথম থেকে বিরোধিতা করে আসছিল। চুক্তিটি পাস করতে মার্কিন কংগ্রেসের হাতে ৬০ দিন সময় রয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ওবামা  ঘোষণা দিয়েছেন, চুক্তিটি কংগ্রেসে পাস হওয়ার ক্ষেত্রে  যে কোনো বাধায় ভেটো দেবেন তিনি। সমালোচকদের দাবি প্রত্যাখ্যান করে ওবামা বলেন, ‘এ চুক্তির ফলে ইরানের জন্য পরমাণু অস্ত্র তৈরির সব পথ রুদ্ধ হয়েছে।’ বিবিসি, আলজাজিরা, নিউইর্য়ক টাইমস। -প্রতিদিন ডেস্ক

সর্বশেষ খবর