বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রাজন হত্যার বিচার ট্রাইব্যুনালে

রাজন হত্যার বিচার ট্রাইব্যুনালে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল শিশু রাজন হত্যাকাণ্ডস্থল পরিদর্শন ও তার মা-বাবাকে সান্ত্বনা দিতে এসে বলেছেন, সারা দেশে শিশু নির্যাতন ও হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে আলোচনা চলছে। এ ট্রাইব্যুনাল গঠন হলে তা হবে বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। গতকাল বেলা দেড়টার দিকে প্রতিমন্ত্রী চুমকি কুমারগাঁওয়ের হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেন। এরপর তিনি রাজনের গ্রামের বাড়ি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে যান। তিনি রাজনের পিতা-মাতাকে সমবেদনা জানান এবং ন্যায় বিচার প্রাপ্তির আশ্বাস দেন। প্রতিমন্ত্রী রাজনের মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। প্রতিমন্ত্রী চুমকি বলেন, সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সারা দেশে শিশু নির্যাতন ও হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার ব্যাপারে আলোচনা চলছে বলে জানান তিনি। পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক জয়নাল আবেদীনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিলেট।

সর্বশেষ খবর