বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা
রিমান্ডে ৮ জঙ্গি

জেল থেকে জঙ্গিদের মুক্ত করাই টার্গেট

রিমান্ডে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমিরসহ আটজনের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জঙ্গিরা কী কী নাশকতার পরিকল্পনা করেছিল তা উদঘাটনের জন্য মরিয়া ডিবি পুলিশ। যদিও গতকাল তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য বের করতে পারেনি।
ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, জেএমবির গ্রেফতার সদস্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন বলে স্বীকার করেছেন। এর আগে তারা বেশ কটি হামলার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছেন। ফাহিমের বিরুদ্ধে রাজশাহী ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। তার বড় ভাই মোহাম্মদ শামীম ২০০৫ সালে আটকের পর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বর্তমানে জেলে আছেন। ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা মধ্যপ্রাচ্যের উগ্রপন্থি দল আইএসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি যে কোনো উপায়ে সাঈদুরকে মুক্ত করার চেষ্টা করছিলেন। এদের টার্গেট ছিল যে কোনো উপায়ে মাওলানা সাঈদুর রহমান ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দীন রাহমানীকে কারাগার থেকে মুক্ত করা। এ দলের কেউ আইএসে যোগ দিতে সিরিয়া গেছেন কি না, তা জানার পাশাপাশি পলাতক জঙ্গিরা কোথায় আছেন তা জানার চেষ্টা চলছে। সোমবার উত্তরার একটি মেস থেকে জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ আটজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিকে জেএমবি সদস্যদের নিয়ে কাশিমপুর কারাগারে যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় পড়ে একটি প্রিজনভ্যান। গতকাল বিকালে বলাকা ভবন এবং বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় প্রিজনভ্যানটি রাস্তার পাশে ফুটপাথে উঠে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দিন। ওই গাড়িতে থাকা ১৮ বন্দীর অধিকাংশই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। ওসি বলেন, এটি একটি দুর্ঘটনা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের নিয়ে যাওয়ার পথে ওই এলাকায় ভ্যানের চাকা পাংচার হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং আরেকটি প্রিজনভ্যানে করে বন্দীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর