বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রিভিউতে সাকার মুক্তি সম্ভব নয়

রিভিউতে সাকার মুক্তি সম্ভব নয়

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রিভিউয়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্ত হওয়া সম্ভব নয়। সাকা চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রেখে চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় গতকাল নিজ কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। আনিসুল হক বলেন, আপিলে ফাঁসি বহাল থাকায় রিভিউয়ের জন্য ১৫ দিন সময় পাবেন সালাউদ্দিন কাদের চৌধুরী। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর থেকে এই সময় পাবেন। তারপর শুনানি হবে। আইনমন্ত্রী বলেন, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে এ পর্যন্ত কোনো রকম ব্যত্যয় ঘটেনি; তাই, রিভিউ করে এই রায় থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। সাকা চৌধুরীর ফাঁসি বহাল থাকায় প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালে যে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আপিলে তা বহাল আছে। তিনি আরও বলেন, এটিই আমরা প্রত্যাশা করেছিলাম। কারণ যুদ্ধাপরাধ ও গণহত্যার ব্যাপারে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে ভূমিকা ছিল,  সেটি ভয়াবহ। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর