বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আরাম করার জন্য মেয়র হইনি

আরাম করার জন্য মেয়র হইনি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘বড় চেয়ারে বসে আরাম করার জন্য মেয়র হইনি। জনগণের সেবা করতে মেয়র হয়েছি। দায়িত্ব গ্রহণের দিন থেকে এক দিনও সময় নষ্ট করিনি। বাসযোগ্য ঢাকা করার জন্য পরিশ্রম করছি। নগরবাসীর সার্বিক সেবা নিশ্চিত আমার একার পক্ষে সম্ভব নয়। প্রত্যেককে মেয়র হতে হবে।’ রাজধানীর ধোলাইপাড় গ্রিন হাউস কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, ‘আমার বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ নগরবাসীর সেবা করেছেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমিও আপনাদের সেবা করতে চাই। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে প্রত্যেকে নিজের আঙিনা পরিষ্কার রাখুন। অন্যদের উৎসাহিত করুন। এক মেয়রের পক্ষে সব করা সম্ভব নয়। প্রত্যেককে মেয়রের ভূমিকায় দেখতে চাই।’অনুষ্ঠানের আয়োজক ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাছিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর হোসেন, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির ভূঁইয়া, মোবারক হোসেন, জিল্লুর রহমান প্রমুখ। দক্ষিণের মেয়র বলেন, ‘প্রত্যেক নাগরিককে মনে রাখতে হবে, সিটি করপোরেশনে যেসব উন্নয়নকাজ হয়, তা আপনাদের করের টাকায়। ঠিকাদারদের থেকে কাজ বুঝে নিতে হবে। -নিজস্ব প্রতিবেদক
কোনো ধরনের অন্যায় দেখলে আমাকে জানাবেন। নগরভবনে জনগণের সেবা দিতেই বসে থাকি। জলাবদ্ধতা ও যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ ড. আওলাদ হোসেন মেয়রের উদ্দেশে বলেন, ‘৪৭, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের মানুষের প্রধান সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলে না। ঘরে পানি ঢুকে পড়ে। আপনি নগরের অভিভাবক। এ জলাবদ্ধতা থেকে আমাদের মুক্তি দিতে দ্রুত উদ্যোগ নিন।’

সর্বশেষ খবর