শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সন্তুর ডাকে অচল রাঙামাটির হাট

সন্তুর ডাকে অচল রাঙামাটির হাট

পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাঙামাটি জেলায় হাটবাজার বর্জনের কর্মসূচি পালিত হয়েছে। সন্তু লারমা এ অসহযোগ আন্দোলনের ডাক দেন। গতকাল সকাল থেকে শহরের বনরূপা, তবলছড়ি, কলেজ গেট এলাকার কোনো হাটবাজার বসেনি। খোলেনি কোনো প্রকার দোকানপাট। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা-কর্মীদের শহরের বিভিন্ন হাটবাজার পরিদর্শন করতে দেখা গেছে। এদিকে গতকাল রাঙামাটির শহরের প্রধান বাজার বনরূপায় হাটের দিন থাকলেও দূর থেকে কোনো পাহাড়ি-বাঙালি সবজি ব্যবসায়ী আসেনি। তবে শহরের রিজার্ভ বাজার এলাকায় দোকানপাট খোলা ছিল।  অন্যদিকে জনসংহতি সমিতির হাটবাজার বর্জন নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। শহর এলাকায় কিছু হালকা অটোরিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করেনি।  রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা শহরে টহল দিচ্ছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
-রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ খবর