শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এলজিআরডি মন্ত্রীর তোপের মুখে ওয়াসা এমডি

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের তোপের মুখে পড়লেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসকিন এ খান।

মন্ত্রী বৃহস্পতিবার এলজিআরডি ভবন পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। ওয়াসার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে তাসকিন এ খানের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় মন্ত্রী তাকে বিষোদগার করেন এবং তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

একটি সূত্র জানায়, ঢাকায় পানি সরবরাহের আওতা বাড়াতে এবং গুণগত মান উন্নয়নে নেওয়া একটি প্রকল্পের ধীর গতির কারণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালককে তুলোধুনো করেছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দেশি-বিদেশি যৌথ অর্থায়নে মোটা দাগের প্রকল্পটি কেন এখনো বাস্তবায়ন শুরু হয়নি তার কারণও জানতে চান তিনি। পাশাপাশি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য নিয়মিত তদারকি করার জন্য স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেন মন্ত্রী।

সর্বশেষ খবর