শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ইসলাম নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আইন করতে হবে

চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আইন পাস করতে হবে। বাংলাদেশে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কথা বললে তার বিচার হবে না- তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় এসেছে ওইসব মুরতাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ময়দানে লড়াই করার। তিনি গতকাল বিকালে খুলনা মহানগরীর ডাকবাংলা ফেরিঘাট সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, আবদুল্লাহ ইমরান, মাওলানা আবু সাইদ, মাওলানা মুজাফ্ফার হুসাইন, মো. আমজাদ হোসেন, মুফতি মাহবুবুর রহমান, মো. আক্তারুজ্জামান উজ্জ্বল, মুফতি আমানুল্লাহ্, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, মাওলানা ফয়সাল আহম্মদ। সমাবেশ পরিচালনা করেন শেখ মো. নাসির উদ্দিন ও মাওলানা ইমরান হুসাইন। সমাবেশে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আল্লাহ ও রসুল (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের শাস্তির আইন সংসদে পাস করার আহ্বান জানান। একই সঙ্গে খুলনাসহ সারা দেশের বন্ধ কল-কারখানা চালু করা, শ্রমিকদের ২০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানসহ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি করেন।

সর্বশেষ খবর