শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ-দ.আফ্রিকা টেস্ট

বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিন

বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল কোনো বলই মাঠে গড়ায়নি। সারা দিনই ছিল বৃষ্টি। উইকেট ঢাকা থাকলেও আউট ফিল্ডে পানি জমে যায়। অবিরাম বৃষ্টির কারণে দুপুর ১২টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ইংল্যান্ডের ক্রিস ব্রড।
ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে গতকাল ঢাকা ছিল বৃষ্টিস্নাত। আজও সারা দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাই তৃতীয় দিনের খেলাও বৃষ্টি বাধায় পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
টানা বৃষ্টির কারণে দুই দলের ক্রিকেটাররা হোটেল থেকেই বের হননি। সারা দিন তারা হোটেলের লবিতে, রুমে আড্ডা দিয়ে কাটিয়েছেন। বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিন খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়। কিন্তু ওই টেস্টে বাংলাদেশ এগিয়ে ছিল বলে বৃষ্টি ভক্তদের আক্ষেপের কারণ হয়ে গিয়েছিল। কিন্তু ঢাকায় প্রথম দিনই বিপাকে পড়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ২৪৬ রান করতেই আট উইকেট হারিয়েছেন মুশফিকরা।

 

সর্বশেষ খবর