শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। বর্তমান সংবিধানে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আশা করি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার মতো আর ভুল করবেন না। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে 'বাঙালি হৃদয়ের ফ্রেমে জাতির পিতা' গ্রন্থের মোড়ক উন্মোচন ও মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে যুবলীগ। যে কোনো নামের একটি নিরপেক্ষ সরকারের দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার ইঙ্গিত কি না- এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, তত্ত্বাবধায়কের দাবি থেকে তারা সরে এসেছেন কি না, তা তো স্পষ্ট করেননি। অন্য এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, গত নির্বাচনে তিনি অংশ না নিয়ে যে ভুল করেছেন, আশা করি এবার সে ভুল করবেন না। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। যুবলীগের বইয়ে বঙ্গবন্ধুর অনেক ছবি সনি্নবেশিত করা হয়েছে। এটা তরুণ প্রজেন্মর জন্য শিক্ষণীয়। বইটি তরুণ ও যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শিল্পকলা একাডেমির ৬ নম্বর গ্যালারিতে ফিতা কেটে সংবাদচিত্রের প্রদর্শনী উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর