শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিশ্বকে দেখিয়েছি আমরা পারি

বিশ্বকে দেখিয়েছি আমরা পারি

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, লক্ষ্যের ছয় বছর আগে নিম্নমধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, এ দেশের মানুষ নিজেরাই নিজেদের এগিয়ে নিতে পারে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 'লেটস টক' নামের দুই শতাধিক তরুণের মুখোমুখি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 'লেটস টক ইউথ সজীব ওয়াজেদ জয় অন বাংলাদেশ এচিভিং মিডল ইনকাম স্ট্যাটাস' শীর্ষক এ আলোচনার আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। জয় বলেন, শেখ হাসিনা সরকারের ওয়াদা ছিল ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাব। কিন্তু এর ছয় বছর আগে নিম্নমধ্যম আয়ের স্বীকৃতি অর্জন করেছি। আশা করি নির্ধারিত সময়ের আগেই শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই মধ্যম আয়ের দেশে পরিণত হব আমরা। বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমাদের মধ্যে অদম্য ইচ্ছাশক্তির পাশাপাশি দেশপ্রেম ও কর্মের সততা আছে। তাই আমরা নিজেরাই পারি; দেশবাসীকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। -নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর