শিরোনাম
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

খালেদার দুই মামলার শুনানি ১০ আগস্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্টের দুই মামলার শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে ১০ আগস্ট। গতকাল শুনানি শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার মামলার পরবর্তী দিন ধার্য করেন। বেগম জিয়া সকালে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেন। তার আইনজীবীরা বাদীকে জেরা শেষ করার পর তাকে জেরা শুরু করেন এ মামলার অপর আসামি জিয়াউল হক মুন্নার আইনজীবীরা। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখও একই দিন রেখেছেন বিচারক। বকশীবাজারে কারা অধিদফতর প্যারেড মাঠে বিশেষ এজলাসে হাজিরা দিতে খালেদা জিয়া গতকাল সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতে আসেন। তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে তৃতীয় দিনের মতো জেরা করেন। দাতব্য ট্রাস্টের হিসাবের লেনদেন, ট্রাস্টে টাকা জমা দেওয়া এবং ট্রাস্টের জমি নিয়ে প্রশ্ন করা হয় তাকে। পরে আসামি জিয়াউল হক মুন্নার আইনজীবীরা বাদীকে  জেরা করেন।

সর্বশেষ খবর