মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সীমাহীন নৈরাজ্য

মহাসড়কে অটোচালকদের অবরোধ

সীমাহীন নৈরাজ্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সিএনজি চালক-মালিকরা গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন -বাংলাদেশ প্রতিদিন

তৃতীয় দিনের মতো গতকাল সিএনজি অটোরিকশাচালক ও মালিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নৈরাজ্যকর এ পরিস্থিতিতে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড, মোগরাপাড়া ও মেঘনা এলাকায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চালকরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। উত্তেজিত চালকরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। দুপুর ২টায় পুলিশের আশ্বাস পেয়ে মহাসড়ক থেকে সরে যান চালকরা। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (খ-অঞ্চল) জহিরুল ইসলাম জানান, সিএনজি ও অটোরিকশাচালকরা কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা এলাকায় অবস্থান নিয়ে চলাচলরত বিভিন্ন যাত্রীবাহী পরিবহন এলোপাতাড়িভাবে রেখে মহাসড়কে যানজটের সৃষ্টি করেন। নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ : সকাল থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশ-পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কমপক্ষে ২০টি যানবাহন। এ ঘটনায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা মাসুদ, রফিক ও বাবুল মিয়া নামে তিনজনকে আটক করে। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে শিমরাইল ইউটার্ন পর্যন্ত মহাসড়কে পাথর ফেলে বিক্ষোভ করেন সিএনজি অটোরিকশাচালকরা। তারা মহাসড়কে যানবাহনের চাকার হাওয়া ছেড়ে দেন। পুলিশ বাধা দিলে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। অবরোধকারীরা আমিজউদ্দিন পাম্প এলাকায়ও অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ বাধা দিলে অবরোধকারীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া : অটোটেম্পো মালিক-শ্রমিক সমন্বয় কমিটি বগুড়া শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সাতমাথা এবং বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।  নাটোর : অটোরিকশা মালিক ও চালক যৌথভাবে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বেলা ১১টার দিকে নাটোর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির আহ্বানে মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে বিক্ষোভকারীরা মানববন্ধন করেন।  কুষ্টিয়া : সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হোসেনের নেতৃত্বে গতকাল দুপুর ২টায় কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌসের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দিনাজপুর : ইজিবাইক শ্রমিকরা গতকাল কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। দিনাজপুরের দশমাইল থেকে কাউগা পর্যন্ত ইজিবাইক চালানোর দাবি জানিয়ে তারা মানববন্ধন করেন।  বরিশাল : বরিশালের উজিরপুরের ইচলাদীতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। সকাল ১০টায় কয়েকশ অটোরিকশা, মাহেন্দ্র আলফা, নসিমন-করিমনসহ থ্রি হুইলার যানবাহনের মালিক-শ্রমিক ইচলাদীতে জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ খবর