বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ড. তোফায়েল আহমেদ

জঙ্গি ইস্যুতে জাতীয় ঐকমত্য জরুরি  

মাহমুদ আজহার

জঙ্গি ইস্যুতে জাতীয় ঐকমত্য জরুরি

 

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, ‘জঙ্গি বা আইএস ইস্যুতে জাতীয় ঐকমত্য জরুরি। দেশের সব রাজনৈতিক দল ছাড়াও আলেম-ওলামাদের নিয়ে একটি ঐক্য গড়ে তুলতে হবে। বিষয়টি যেহেতু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে, তাই এ নিয়ে ইসলামী চিন্তাবিদদের প্রকাশ্যে মতামত থাকা জরুরি। কারণ, ইসলামে জঙ্গিবাদ বা উগ্রপন্থার কোনো ঠাঁই নেই। সরকারের উচিত হবে, জঙ্গিবাদ ইস্যুতে দেশের আলেম-ওলামা ও ইমামদের মতামত নেওয়া। বিষয়টি দেখতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, রাজনৈতিকভাবে নয়।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ড. তোফায়েল বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত। কিন্তু হঠাৎ করে দুজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা কিসের ইঙ্গিত, তা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশে বিনিয়োগের নিরাপত্তা ইস্যুতে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে গার্মেন্ট সেক্টর থেকে বলা হচ্ছে। এটা অশনি সংকেত বলেই মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে যদি জঙ্গিবাদ বা আইএসের তৎপরতা থাকে, তাহলে রাজনৈতিক সব দলকে যেমন একসঙ্গে কাজ করতে হবে, ঠিক তেমনই আলেম-ওলামাদেরও এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সরকারের উচিত হবে, এ নিয়ে ইসলামী চিন্তাবিদদের মতামত নেওয়া। ইসলাম কোনো গোপন হত্যাকে সমর্থন করে না। তাই আলেমসমাজ থেকেই এর তীব্র প্রতিবাদ আসতে হবে। কোনো দল বা গোষ্ঠীর কারণে একটি দেশ জিম্মি হতে পারে না।’ স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, ‘জঙ্গিবাদের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও ঐকমত্য জরুরি। গণতান্ত্রিক সরকারব্যবস্থা নিয়েও ঐকমত্য থাকা উচিত। রাজনৈতিক সমঝোতা না থাকলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতেই জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেকেই বাংলাদেশকে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান কিংবা লিবিয়ার পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। এ নিয়ে নানা ষড়যন্ত্রও থাকতে পারে দেশে-বিদেশে। বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবেই এ ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এ নিয়ে বাইরের কোনো হস্তক্ষেপ কাম্য নয়।’ সম্প্রতি দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের সতর্কতা জারি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ রাষ্ট্রগুলো এমনিতেই নাচনে বুড়ি, তার ওপর ঢোলের বাড়ির মতো অবস্থা। তারা মনে করে, বিশ্বের সব মুসলমানই মৌলবাদী। সবাই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। এ জন্য আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না, যাতে তাদের হাতে কোনো ইস্যু চলে যায়। নিজেদের সমস্যা নিজেদেরই মোকাবিলা করতে হবে। ঢাকঢোল পিটিয়ে যেন তাদের বাংলাদেশে নিয়ে আসা না হয়।’ ড. তোফায়েল বলেন, দেশের রাজনৈতিক দল, গণমাধ্যম, বিশিষ্টজনসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে জাতীয় ইস্যুগুলোতে ঐকমত্য থাকতে হবে। দেশের সব সংকটে সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে জবে। কারণ, এখন সামান্য একটি ঘটনায়ও আন্তর্জাতিক বিশ্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে। জাতির জন্য যা খুবই বেদনাদায়ক হবে।’ সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বে আমাদের একটি সুনাম রয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় সে সুনাম ক্ষুণœ হয়েছে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা নেমে এসেছে। এটা খুবই দুঃখজনক। জঙ্গিবাদ বা আইএস ইস্যুতেও বিদেশে আমাদের ইমেজ সংকটে পড়তে হতে পারে। প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

সর্বশেষ খবর