বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিএনপির অবস্থা বেহাল সড়কের মতো

বিএনপির অবস্থা বেহাল সড়কের মতো

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের রাজনীতি করতে যে সাহসী ভূমিকা রাখার কথা সেই সাহস বিএনপির নেই। তারা ভয়কে জয় করতে পারেনি। এত বড় একটা বিরোধী দলের আজকে বেহাল সড়কের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএর অভিযানে উপস্থিত হয়ে গতকাল ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন গাড়ির মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী বেশ কয়েকটি গণপরিবহনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। পরে মন্ত্রী ওই সব গাড়ির চালককে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী আরও বলেন, লোকাল গাড়িগুলোতে আরও বেশি সাধারণ মানুষের গলা কাটা হচ্ছে। চালক ও মালিককে জেল-জরিমানা করতে হবে। তা না হলে কিছুতেই এ অনিয়ম বন্ধ করা যাবে না। বিআরটিএ মাত্র পাঁচজন ম্যাজিস্ট্রেট আছে। ঢাকা সিটিতে ২০ জন ম্যাজিস্ট্রেট থাকা দরকার। তাছাড়া বিআরটিএ আরও জনবল বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, নারায়ণগঞ্জ বিআরটিএতেও দালাল রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে রাজনীতি করতে দিচ্ছে না এটা সঠিক নয়। সঠিক হচ্ছে বিএনপির রাজনীতি করার সাহস নেই।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ খবর