বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অস্বাভাবিক হারে বেড়েছে শিশু নির্যাতন

অস্বাভাবিক হারে বেড়েছে শিশু নির্যাতন

আইন ও সালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, হঠাৎ করে শিশু নির্যাতন অস্বাভাবিক হারে বেড়েছে। সংখ্যার দিক থেকে যেমন, তেমনি এর ধরনও অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশনের পক্ষে সংবাদ সম্মেলনে এসে তিনি এ মন্তব্য করেন। সুলতানা কামাল বলেন, জাতীয় সংসদের একজন আইনপ্রণেতা প্রকাশ্য দিবালোকে শিশুকে গুলি করেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে শিশু নির্যাতনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এ ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন এবং আতঙ্কিত। অবিলম্বে শিশু নির্যাতনের সব ঘটনাকে দ্রুত বিচার আইনের আওতায় আনার দাবি জানাই। তিনি বলেন, শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে প্রচার চালানো দরকার। স্বচ্ছ বিচার নিশ্চিতকরণ ও বিচারাধীন মামলার বাদীকে যাতে প্রভাবিত না করতে পারে সে জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে শিশু অধিকার ফোরামের ইমরামুল হক চৌধুরী, শিশু প্রতিনিধি শামসুল আলম বকুল ও নাসিমা আক্তার জলি উপস্থিত ছিলেন।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর