শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নির্বিচারে হামলার আশঙ্কা

যুক্তরাজ্যের নতুন সতর্কবার্তা > আরও পশ্চিমা নাগরিক খুন হতে পারেন

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচারে হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। গতকাল বিকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর থেকে হালনাগাদ করা ভ্রমণ সতর্কতায় এ আশঙ্কার কথা বলা হয়েছে। এতে বলা হয়, ‘বাংলাদেশে উচ্চমাত্রার জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। পশ্চিমাদের লক্ষ্য করে পরবর্তী হামলা হতে পারে।’

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে পশ্চিমা দেশের নাগরিকদের লক্ষ্য করে আরও হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দফতর। ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দেশটিতে সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। সম্প্রতি দুজন বিদেশিকে হত্যার ঘটনা উল্লেখ করে বলা হয়, ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড  লেভান্ট’ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বাংলাদেশ সফরকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ওয়েবসাইটে বলা হয়, বিশেষ করে যেসব অনুষ্ঠানে পশ্চিমা দেশের নাগরিকরা সমবেত হন,  সেগুলোতে যোগদানের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। বিবিসি বলেছে, ঢাকায় একজন ইতালির ও রংপুরে একজন জাপানের নাগরিককে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হত্যা করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডাসহ অনেক পশ্চিমা দেশই তাদের নাগরিকদের গতিবিধি সীমিত রাখার পরামর্শ দিচ্ছে। বাংলাদেশ সরকার কয়েকদফায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছে। কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে এসব দেশের উদ্বেগ কাটেনি। ঢাকার কূটনৈতিক সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের শুরুতে বাংলাদেশে অস্ট্রেলিয়া ও পশ্চিমা স্বার্থের ওপর জঙ্গি হামলা হতে পারে এমন তথ্য পেয়েছিল যুক্তরাজ্য। পরে সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে সেই তথ্য অস্ট্রেলিয়ার সঙ্গে আদান-প্রদান করা হয়। ২৫ সেপ্টেম্বরের আগে যুক্তরাজ্যের কাছ থেকে এ তথ্য পাওয়ার পরই অস্ট্রেলিয়া সাবধান হয়ে সতর্কবার্তা জারি করে। এ তথ্যের ভিত্তিতেই বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। তারা ঢাকায় থাকতেই গুলশানে কূটনৈতিক জোনে খুন হন ইতালিয়ান তাভেলা সিজার। বাতিল হয় অস্ট্রেলিয়ার সফর। এ ঘটনার পাঁচ দিনের মাথায় রংপুরে খুন হন জাপানি গবেষক হোশি কোনিও। সেই সময় থেকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশ সফরের বিষয়ে নিজ দেশের নাগরিকদের নিরুৎসাহিত করছিল। আগের সেই সতর্কবার্তাই গতকাল হালনাগাদ করে উচ্চ ঝুঁকির কথা বলেছে যুক্তরাজ্য।  বিবিসি বাংলা এই হালনাগাদ বার্তাকেই নির্বিচারে হত্যার আশঙ্কা বলে অভিহিত করেছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর