শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষকদের ছোট করতে চাই না

নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের ছোট করতে চাই না

শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি জানিয়ে দাবি আদায়ে তাদের সরকারের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। গতকাল রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চতুর্থ জাতীয় শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন,  শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট সমস্যা পর্যালোচনার জন্য মন্ত্রিসভা যে কমিটিকে দায়িত্ব দিয়েছে সেই কমিটি শিগগিরই কাজ শুরু করবে। শিক্ষকদের মর্যাদার প্রশ্নে তিনি বলেন, আমরা শিক্ষকদের ছোট করতে চাই না। আমরা শিক্ষকদের সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি মনে করি। কিন্তু সেটা কারও সঙ্গে তুলনা না করে। আমাদের শিক্ষকরা বিচারপতি তৈরি করছেন, সচিব তৈরি করছেন, বড় বড় অফিসার তৈরি করছেন, গবেষক তৈরি করছেন। এ মর্যাদাটা উপলব্ধি করতে হবে। আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, অবশ্যই শিক্ষকদের বেতন-ভাতা মর্যাদার প্রশ্নে আপস করা যাবে না। শিক্ষকরা যে মর্যাদা চান সামাজিকভাবে দেশের মানুষ দিতে রাজি আছে। কিন্তু তা আমলাতান্ত্রিক জটিলতায় ঘুরপাক খাচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর