শিরোনাম
শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচন পাশ কাটাতে সরকার কূটকৌশলে -বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের দাবিকে পাশ কাটাতে সরকার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনের ‘নীলনকশা’ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিষয়টিকে ‘সরকারের কূটকৌশল’ বলে আখ্যাও দেয় দলটি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।  তিনি বলেন, ‘গণমাধ্যমে এসেছে আগামীতে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সরকারের নির্বাচনগুলো দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে হবে। প্রয়োজনে আইন সংশোধনের কথা বলা হয়েছে। এটি সরকারের কূটকৌশলেরই অংশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির মুখপাত্র বলেন, সারা দেশে বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে সরকারদলীয় লোকজনকে ভারপ্রাপ্ত হিসেবে বসানো হয়েছে। যেখানে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনের এই হাল, দলীয় প্রতীকে নির্বাচন হলে বিরোধী জনপ্রতিনিধিদের বের করে দেওয়ার পথ আরও পরিষ্কার হবে। এ ছাড়া এই নির্বাচন কমিশনের অধীনে দলীয় প্রতীকে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ‘আজ্ঞাবহ’ এই কমিশন ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিরপেক্ষভাবে নির্বাচন করার মতো শক্তি, সাহস, ন্যায়বোধ তাদের নেই। রিপন অভিযোগ করে বলেন, বিগত নির্বাচনগুলো দলীয় প্রতীকে নির্বাচন হয়নি। তা সত্ত্বেও যেসব প্রার্থী বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, তাদের অধিকাংশ নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে অপসারিত করা হয়েছে। মামলা দিয়ে তাদের কার্যক্রমে বাধা দিয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন করে সরকার ক্ষমতার অপব্যবহার করবে। বিরোধী প্রার্থীদের মেরে কেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় তারা। এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে হয়তো তাদের জনপ্রিয়তা বোঝানোর চেষ্টা করবে এবং ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আসাদুল করিম শাহীন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর