শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মিনায় পদদলনে নিহত ৬৭ বাংলাদেশি হাজী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

মিনায় পদদলনে নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল পর্যন্ত ৭৬৯ জনের মধ্যে ৬৭ জন বাংলাদেশি হজযাত্রীকে শনাক্ত করেছে সৌদি আরবের মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে অবহিত করেন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিহত ৬৭ জনকে শনাক্ত করতে পেরেছি। এখনো ১০৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

হজের আনুষ্ঠানিকতার মধ্যে ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জন নিহতের কথা সৌদি কর্তৃপক্ষ জানালেও এ সংখ্যা কয়েক হাজার বলে ইরান দাবি করে আসছে। সৌদি কর্তৃপক্ষ লাশ উদ্ধারের পর ছবি ও আঙুলের ছাপ সংগ্রহ করে। এরপর তাদের শনাক্ত করার জন্য ছবি প্রকাশ করে। ওই ছবির সঙ্গে মিলিয়েই বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু করে হজ কর্মকর্তা ও হজ এজেন্সিগুলো। সৌদি আরব থেকে স্বজনের মৃত্যুর খবর পেয়ে অনেকেই ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। শনাক্ত হওয়া লাশ দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, নিহতদের আত্মীয়স্বজনদের অধিকাংশই সৌদি আরবে দাফনের ইচ্ছার কথা বলছেন। হাজীদের লাশ আপাতত মক্কার মাইসাম হাসপাতালে রাখা আছে। নিহতদের আরও কিছু ছবি প্রকাশ করার কথা রয়েছে সৌদি কর্তৃপক্ষের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর