শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অস্ট্রেলিয়া না এলেও জিম্বাবুয়ে আসছে আগামী মাসে

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া না এলেও আগামী মাসে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তারা ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে। তবে সফর স্থগিত করায় এবার আইসিসির সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উভয় দেশের সুবিধা মতো কোনো এক সময়ে খেলতে আগ্রহও প্রকাশ করেছে অসিরা। এতে শুধু টেস্ট নয়, থাকছে ওয়ানডে ম্যাচও। আইসিসির সভা শেষে দেশে ফিরে গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অস্ট্রেলিয়ার দেখাদেখি বাংলাদেশ সফর স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। তবে বাংলাদেশে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তারাও। চলতি মাসেই বাংলাদেশে আসবে প্রোটিয়া মেয়েরা। নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়েও। তবে বিপিএলের কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টের পরিবর্তে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। গুঞ্জন উঠেছিল, টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বোর্ড সভাপতি জানিয়েছেন, এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। যেহেতু আগামী বছর ভারতের মাটিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ, তাই অন্য দেশগুলো ভারতে এশিয়া কাপ খেলার ব্যাপারেই বেশি আগ্রহী। তবে সুযোগ রয়েছে বাংলাদেশেরও। যদি ভারত এশিয়া কাপের আয়োজন করতে না চায়, সেক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশই হবে এশিয়া কাপের আয়োজক। তবে এ বিষয়টি চ‚ড়ান্ত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভায়। এসিসির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ সিঙ্গাপুরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর