শিরোনাম
বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘নির্বাচন থেকে দূরে রাখতে এ রায়’

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন আর রাজনীতি থেকে দূরে রাখতে এ রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তিনি বলেন, ‘আমার আইনজীবীদের কোনো কথা শোনা হয়নি। আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। এটা একতরফা অস্বাভাবিক রায় হয়েছে। এটা ন্যায়বিচারের পরিপন্থী।’ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে আপিল করার কথাও জানান ঢাকা মহানগর বিএনপির সাবেক এই আহ্বায়ক। গতকাল দুপুরে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জন-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ও অবৈধভাবে উপার্জিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এসব বলেন সাদেক হোসেন খোকা। তিনি বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছি। আমার মামলার আইনজীবীরা এ নিয়ে লড়েছেন। কিন্তু তাদের কোনো বক্তব্য না শুনেই সরকার প্রভাবিত রায় দেওয়া হয়েছে।’

সাদেক হোসেন খোকা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শুধু আমাকেই নয়, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব সিনিয়র নেতাকে সাজা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এ ধরনের সাজা দেশের জনগণ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘জিয়া পরিবার থেকে শুরু করে বিএনপির নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার চক্রান্ত চলছে। এরই অংশ হিসেবে নেতাদের সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এসব করে আমাদের নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। ঢাকার সাবেক এ মেয়র বলেন, হাইকোর্টের অনুমতি নিয়ে আমি যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য এসেছি। ক্যান্সারের চিকিৎসা চলছে। চিকিৎসকেরাও বলেছেন, টানা চিকিৎসা করাতে হবে। এ কারণে আমাকে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে। চিকিৎসকদের এ-সংক্রান্ত কাগজপত্র বিশেষ জজ আদালতে জমাও দিয়েছিলাম। কিন্তু আদালত আমার কোনো আবেদন গ্রহণ করেননি।

সর্বশেষ খবর