বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কবে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

কবে ফিরছেন খালেদা জিয়া

চিকিৎসার্থে লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে আভাস পাওয়া গেছে। চলতি মাসের ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার টিকিট বুকিং দেওয়া হয়েছে। তবে ওই সময়ের মধ্যে তিনি দেশে ফিরবেন কি না- তাও স্পষ্ট করে দল এবং পরিবারের কেউই বলতে পারছেন না। এর আগে একাধিকবার টিকিট বুকিং দিয়েও দেশে ফিরেননি বেগম জিয়া। ২৭ অক্টোবর সেন্ট্রাল লন্ডনে বিএনপি আয়োজিত এক সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে। বেগম জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও ওই সমাবেশে যোগ দেবেন বলে লন্ডন দলীয় সূত্র জানিয়েছে।  এ প্রসঙ্গে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোনালাপে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) এখনো চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে এ মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে তিনি দেশে ফিরতে পারেন।’

জানা যায়, পশ্চিম লন্ডনের কিংসটনে তারেক রহমানের বাসার পাশে একটি আলাদা ফ্ল্যাটে ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানের সঙ্গে থাকছেন খালেদা জিয়া। সেখান থেকেই তার চিকিৎসা চলছে। নেতা-কর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎও করছেন ওই বাসা থেকে। তার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। লন্ডন বিএনপির এক নেতা জানান, বিএনপি চেয়ারপারসনের বাম চোখের ছানি অপারেশন করা হয়েছে। এখন আর দ্বিতীয় চোখের অপারেশন করাবেন না তিনি। স্থানীয় একটি হাসপাতালে তার পায়ের চিকিৎসা চলছে। এটা শেষ হতে এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।  চোখের চিকিৎসার জন্য ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। এরপর ১ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু চোখে অস্ত্রোপচারের কারণে তার ফিরতে বিলম্ব হয়। এরপর ৮, ১৫ ও ১৯ অক্টোবর দেশে ফেরার টিকিট বুকিং দেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এরপর নতুন তারিখ নির্ধারণ করা হয়। তবে এটাও অনিশ্চিত বলে জানা গেছে।  খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল এখনো লন্ডনে অবস্থান করছেন। সফরসঙ্গী থাকা আবদুল আওয়াল মিন্টু বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।  এদিকে খালেদা জিয়ার বারবার টিকিট বুকিং বাতিল করা নিয়ে রাজনীতিতে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা। খালেদা জিয়ার সফর দীর্ঘায়িত হওয়ার কারণ নিয়েও নেতা-কর্মীরা বিভিন্ন মাধ্যমে লন্ডনে যোগাযোগের চেষ্টা করছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর