বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পিটিয়ে ও গলা কেটে দুই আওয়ামী লীগ নেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বাগেরহাট প্রতিনিধি

রাজশাহীতে পিটিয়ে ও বাগেরহাটে গলা কেটে দুই আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা আবদুল মাজেদ সরদারকে (৬৩) গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে রামপাল উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাজেদ সরদার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও উপজেলার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে। পুলিশ ঘাতকদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের আশপাশের চিংড়ি খামার থেকে তিন পাহারাদারকে আটক করেছে। এলাকাবাসী ও নিহত আওয়ামী লীগ নেতার ভাতিজা আবুল কালাম, জানান, স্থানীয় শাসকদলের প্রভাবশালী নেতাদের দখলে থাকা সরকারি খালে অবৈধ বাঁধ দিয়ে চিংড়ি চাষের বিরোধিতা করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আবদুল মাজেদ সরদার রাজনগর গ্রামের বাড়ি থেকে রাত ৯টার দিকে একা বেরিয়ে পাশের কালিকাপ্রসাদ গ্রামে তার চিংড়ি খামারে যাচ্ছিলেন। পথে নির্জন এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

পিটিয়ে হত্যা : রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় এ ঘটনা ঘটে। আসলাম নগরীর হেতেম খাঁ এলাকার মৃত ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ নিহতের খালাতো ভাই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে।  তার লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জাহিদ নামের একজনকে আটক করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ধ্যায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক আসলামকে একটি ঘটনা মীমাংসা করার জন্য বাড়ি থেকে লক্ষ্মীপুর এলাকায় নিয়ে যায় তার খালাতো ভাই জাহিদ। সেখানে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আসলামকে বেধড়ক মারপিট করা হয়।

সর্বশেষ খবর