বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডা. ইকবালের ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ভাতিজার গাড়ির ধাক্কায় চারজন আহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গুলশান থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ওমর ফারুক, কে এইচ বাহার রুমী, মাহফুজ বিন ইউসুফ, শামীম আরা, খন্দকার নাজমুল আহসান এবং এস এম আসলাম এ রিট করেন। এদের মধ্যে একমাত্র আসলাম ছাড়া সবাই সুপ্রিমকোর্টের আইনজীবী। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। ১২ অক্টোবর সাবেক এমপি ইকবালের ১৬ বছর বয়সী ভাতিজার গাড়ির ধাক্কায় দুই রিকশাচালকসহ চারজন আহত হন।

সর্বশেষ খবর