বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিম নিবন্ধনে আজ থেকে আঙ্গুলের ছাপ

নিজস্ব প্রতিবেদক

সিম নিবন্ধনে আজ থেকে আঙ্গুলের ছাপ

সিম নিবন্ধনে আজ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আঙ্গুলের ছাপ পদ্ধতি। কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল বিকালে  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার ৯০ দিন পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন  তিনি। তারানা হালিম বলেন, সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ পদ্ধতি নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এগিয়ে এনে আগামীকাল থেকেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের তিন মাস সময় দিচ্ছি নিবন্ধন সঠিক করে নেওয়ার, এরপর অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে এটি যদি করা না হয়, তাহলে সিমপ্রতি জরিমানার যে বিধান রয়েছে, সেটি প্রযোজ্য হবে। নিজের ৯০ দিনের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, পেছন  থেকে ধাক্কা দিলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোও কাজ করতে পারে। গত ৯০ দিনে আমি সেই চেষ্টাটাই করেছি। এর আগে ২০১২ সালে প্রি-অ্যাকটিভ সিম (আগে থেকেই চালু) বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে তা ধরা পড়লে সিমপ্রতি ৫০ ডলার জরিমানার সিদ্ধান্ত নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে তিন বছরেও তা কার্যকর হয়নি।

সর্বশেষ খবর