বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডা. ইকবালের ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বেপরোয়া গাড়ি চালনায় চারজন আহতের ঘটনায় এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। মঙ্গলবার এক রিটের শুনানিতে আগামী ১৪ দিনের মধ্যে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু দুই দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আদালতের কোনো নির্দেশনা এখনো হাতে পাইনি। আদালতের নির্দেশনা পেলে সে অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্ঘটনার শিকার গাড়িটি পুলিশের কাছে জব্দ রয়েছে।’ ১২ অক্টোবর বিকালে গুলশানের ৭৪ নম্বর সড়কে আওয়ামী লীগ নেতা ইকবালের ভাতিজার গাড়ির ধাক্কায় দুই রিকশাচালকসহ চারজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, পুলিশও তা স্বীকার করে। গণমাধ্যমে বিষয়টি এলেও ওই ঘটনায় কোনো পদক্ষেপ পুলিশ না নেওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আলোচনা চলছে। এর মধ্যে বিবাদীদের পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবীসহ ছয়জন হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যার ওপর মঙ্গলবার শুনানি হয়। দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ‘বিবাদীদের নিষ্ক্রিয়তা’ কেন ‘আইনগত কর্তৃত্ববহিভর্‚ত’ বলে ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, দুজন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও তদন্ত) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে করা রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও জ্যোতির্ময় বড়ুয়া।

সর্বশেষ খবর