শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
মেয়াদোত্তীর্ণ নির্বাচন

আইন সংশোধন চায় ইসি

গোলাম রাব্বানী

আইন সংশোধন চায় ইসি

মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার নির্বাচন সময় সুযোগ মতো করতে আইন সংশোধন চায় নির্বাচন কমিশন। এ জন্য স্থানীয় সরকার বিভাগকে আইন সংশোধনের অনুরোধ জানানো হচ্ছে। সম্প্রতি সরকার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কারণে নির্বাচন না হলে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগের আইন করার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হচ্ছে।

কমিশন কর্মকর্তারা বলছেন, মেয়াদ শেষে সরকার প্রশাসক নিয়োগ দেওয়ার  পর হঠাৎ করে নির্বাচন করতে বললে তা কঠিন হয়ে যায়। তাই মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইসি নিজেদের সময় সুযোগ মতো নির্বাচন করার জন্য আইন করতে সরকারকে অনুরোধ করবে। এজন্য চিঠিও দেওয়া হবে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন-তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আইন সংশোধনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।  বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারবেন।  তিনি বলেন, সিটি করপোরেশন বাদে অন্য আইনে যে বিধান রয়েছে তাতে পাঁচ বছর মেয়াদের পর কোনো কারণে নির্বাচন না হলে আগে যারা ছিলেন তারা দায়িত্ব চালিয়ে যেতেন। আইন সংশোধনের পর তা সম্ভব হবে না। মেয়াদ শেষ হলে সরকার যথাসময়ে নির্বাচন করবে। যদি কোনো জটিলতায় নির্বাচন না করতে পারে, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রশাসক নিয়োগ করা হবে। আগে এটা কেবল সিটি করপোরেশন আইনে ছিল। এখন এ বিধান প্রতিটি আইনে যুক্ত করা হয়েছে। প্রশাসকরা নির্বাচন হওয়া পর্যন্ত থাকবেন। ইসি কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার বিভাগের অনুরোধেই কমিশন আয়োজন করে থাকে। এক্ষেত্রে কোনো নির্বাচনের মেয়াদ শেষের পরে ওই নির্বাচন করা ইসির জন্য কঠিন হয়ে যায়। যেভাবে ঢাকা সিটির নির্বাচন দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ থাকার পর অনুষ্ঠিত হয়েছে। কমিশন একাধিকবার উদ্যোগ নিয়েও ডিসিসি নির্বাচন করতে পারেনি। তাই নির্বাচন কমিশন চায় মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কোনো নির্বাচন হঠাৎ আর ইসি করবে না। এক্ষেত্রে কমিশনের সুযোগ-সুবিধা মতো দিনক্ষণ দেখে নির্বাচন করার জন্য আইন সংশোধনের অনুরোধ করছে স্থানীয় সরকার বিভাগকে। এদিকে, সব স্থানীয় সরকার নির্বাচন অভিন্ন নীতিমালার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি এ নিয়ে আলোচনাও হয়েছে। সিইসিসহ কমিশনাররা এ বিষয়ে একমত হন, স্থানীয় সরকারের সব নির্বাচন মেয়াদোত্তীর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে করতে হবে। তবে জাতীয় সংসদের ক্ষেত্রে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর