শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রেড অ্যালার্ট দূতাবাসগুলোর বাড়াবাড়ি

রেড অ্যালার্ট দূতাবাসগুলোর বাড়াবাড়ি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড দেশের পোশাকশিল্পে কোনো প্রভাব ফেলবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আর রেড অ্যালার্ট দূতাবাসগুলোর বাড়াবাড়ি। এতে পোশাকশিল্পের ক্রেতা কমার কোনো আশা নেই।’ মন্ত্রী বলেন, ‘বিদেশি নাগরিক হত্যাকাণ্ডকে ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘নিউইয়র্কে কত হাজার হাজার লোক মারা যায়। কত বাঙালি সেখানে মারা যায়, তার হিসাব কে রাখে?’

গতকাল দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের জন্য যে সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার সুপারিশ করেছে, তা পূরণ করা হয়েছে।’ অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ সব সময় শর্ত দেয়। এটা নিয়ম। তারা যে শর্ত দিয়েছিল সব পূরণ হয়েছে। আমার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।’ এ সময় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর