বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চাপে রাখার কৌশল মনে করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দুই বিদেশি নাগরিক হত্যাসহ তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় বিরোধীদলীয় নেতাদের জড়ানোকে সরকারের চাপে রাখার অপকৌশল বলে মনে করছে বিএনপি। সরকারের এই কৌশলকে ‘ব্লেম গেম’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে দলটি। বিএনপির       নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে উপরোক্ত মন্তব্য করেন। এদিকে এমএ কাইয়ুম ও হাবিব-উন নবী খান সোহেলসহ বিএনপি নেতাদের নাম জড়িয়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্যকে কাল্পনিক ও অসত্য উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের লোকেরা প্রকৃত দোষী ব্যক্তিদের আড়াল করতেই কোনো রকম তদন্তের আগেই প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি জড়িত এবং এজন্য বিএনপি নেতাদের দায়ী করে বক্তব্য দিচ্ছেন। যার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। এ অবস্থা চলতে থাকলে দেশের বিদ্যমান পঙ্গু গণতন্ত্র একেবারেই নির্বাসিত হয়ে যাবে। তখন আর শুধু বিএনপি নয়, পুরো জাতিই ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার অভিযানকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপি নেতা-কর্মীদের সারা দেশে গ্রেফতার শুরু করেছে। অবিলম্বে এই দমননীতি পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে গতকাল দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বিদেশি খুনের সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যকে সরকারের ‘ব্লেম গেম’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব ঘটনায় যে বিএনপিকে জড়ানো হবে, তা নিয়ে আগেই আশঙ্কা করেছিল বিএনপি। আর সেটিই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে। বিদেশি হত্যার ঘটনায় বিএনপিকে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার। এ নাটক বন্ধ করুন। এভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ আতঙ্কিত হবে। আর প্রকৃত খুনিরা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। বিএনপির স্থায়ী কমিটির অপর একজন সদস্য বলেন, এ যাবৎকালের প্রতিটি ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ঘটনার পর পরই সরকারের উচ্চপর্যায়ের লোকেরা বিএনপিকে দায়ী করে বক্তব্য দেন। এক্ষেত্রে তারা কোনো তদন্তের তোয়াক্কা করেন না। অর্থাৎ তারা ঘটনা ধামাচাপা দিয়ে প্রকৃত দোষীদের আড়ালের চেষ্টা করেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ কাইয়ুম বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদককে গতকাল টেলিফোনে জানান, তাকে দোষারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে বলির পাঁঠা বানাতে চাচ্ছে সরকার। এর মাধ্যমে তারা আরেকটি জজমিয়া নাটক তৈরি করতে চায়। বিরোধী দল দমনে এ ধরনের অপকৌশল পরিহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

সর্বশেষ খবর