শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক মিনিটেই আন্তঃব্যাংক চেক লেনদেন

নিজস্ব প্রতিবেদক

এক মিনিটেই আন্তঃব্যাংক চেক লেনদেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে লেনদেনে সময়ক্ষেপণ, হয়রানি কোনোভাবেই কাম্য নয়। আন্তঃব্যাংকিং লেনদেন করতে গিয়ে গ্রাহক ব্যাংক উভয়ের নানা ভোগান্তি হয়েছে। কিন্তু এখন থেকে এক মিনিটেই সম্ভব হবে আন্তঃব্যাংক চেক লেনদেন। গতকাল আন্তঃব্যাংক লেনদেন দ্রুত ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে দেশের ৫৫টি ব্যাংকের অংশগ্রহণে রিয়াল  টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থা চালু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আরটিজিএস চালু উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, আরটিজিএস ব্যবস্থায় এক লাখ টাকা বা তার বেশি আন্তঃব্যাংক লেনদেনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা যাবে। স্থানীয় মুদ্রার পাশাপাশি এই ব্যবস্থায় দেশের অভ্যন্তরে পাঁচটি বৈদেশিক মুদ্রাও লেনদেন করা যাবে। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের কারিগরি এবং জাপান ফান্ড ফর প্রোভার্টি রিডাকশন (জেএফপিআর) ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর বাস্তবায়নে প্রাথমিক অবস্থায় দেশের ৫৫টি তফসিলি ব্যাংকের পাঁচ হাজারের বেশি অনলাইন শাখার গ্রাহকরা আজ (গতকাল) থেকেই এই সেবা পাবেন। বাকি ব্যাংক এবং শাখাগুলো ক্রমেই এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। তিনি আরও বলেন, আরটিজিএস ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে দেশের পেমেন্ট সিস্টেম এক নতুন উচ্চতায় উন্নীত হলো।  অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা, বাস্তবায়নকারী সংস্থার এমডি এবং দেশের সব তফসিলি ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর