শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হঠাৎ সিলেটে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হঠাৎ সিলেটে ফখরুল

শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পরদিনই গতকাল হঠাৎ করেই শমসের মবিনের জেলা শহর সিলেটে ‘ব্যক্তিগত’ সফরে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতেও দলের অনেক নেতা জানতেন না ভারপ্রাপ্ত  মহাসচিব মির্জা ফখরুল সিলেট আসছেন। শুধু জেলা ও মহানগরের শীর্ষ কিছু নেতা জানতেন এ সফরের কথা। বিষয়টি গোপন রাখা হয় নেতা-কর্মীদের কাছে। তাই মহাসচিবের সিলেট সফরের কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী অংশ নেওয়া থেকে বঞ্চিত হন। বিকালে জেলা ও মহানগর বিএনপির সঙ্গে বৈঠকেও ছিল কড়াকড়ি। কমিটির পদবিধারী নেতা ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি বৈঠকস্থলে। শমসের মবিনের পদত্যাগ ও রাজনীতি থেকে অবসরের ঘোষণার পর শমসেরের নিজ জেলা সিলেট সফর নিয়ে গতকাল নেতা-কর্মীদের মধ্যে ছিল নানা জল্পনা-কল্পনা। অনেক নেতা-কর্মীর ধারণা শমসের পদত্যাগ করায় বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এমন আশঙ্কায় মির্জা ফখরুলের সিলেট সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে সফরকালে ফখরুলকে কোনো অনভিপ্রেত পরিস্থিতির মোকাবিলা হতে হয়নি। শমসের অনুসারী নেতারাই তাকে সিলেটে স্বাগত জানিয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় সস্ত্রীক সিলেট পৌঁছেন মির্জা ফখরুল। তিনি হজরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন। বিকালে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, আবদুল গাফফার, আবুল কাহের শামীম, আবদুর রাজ্জাক, আলী আহমদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, বর্তমান আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, আজমল বখত সাদেক, হাবিবুর রহমান হাবিব, রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, মিফতাহ সিদ্দিকী, মাহবুব চৌধুরী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান জামাল প্রমুখ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, শমসের মবিন চৌধুরী পদত্যাগ করেননি। অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তার বিদায়ে দলে ভাঙন দেখা দেবে না, দল ক্ষতিগ্রস্তও হবে না।

পদত্যাগের পর শমসের মবিন চৌধুরী বলেছিলেন, বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে। তার এ বক্তব্য উড়িয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। শমসের মবিন যা বলেছেন সেটা তার একান্তই ব্যক্তিগত ভাবনা। বিএনপি জিয়ার আদর্শেই পরিচালিত হচ্ছে-হবে। শমসেরের পদত্যাগের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতা বিএনপিতে ভাঙন শুরুর ইঙ্গিত দিয়ে যেসব মন্তব্য করেছেন তার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিতে কোনো ভাঙন নেই। বিএনপি ঐক্যবদ্ধ আছে। প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ নেতারা এ ধরনের কথা বলতেই পারেন। বিএনপি কখনই ভাঙেনি। গত ৩৫ বছরে বিএনপি অনেক প্রতিক‚ল অবস্থা ফেইস করেছে এবং ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।’ ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, শমসের মবিন চলে যাওয়ায় বিএনপির ‘বড় কোনো’ ক্ষতি হবে না। বিএনপি একটি বড় দল, তিনবার ক্ষমতায় ছিল। ৩৫ বছর ধরে বিএনপি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এরকম দল থেকে একজন মানুষ চলে গেলে তেমন ক্ষতি হয় না।’ শমসের মবিনের পদত্যাগের চিঠি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে এখনো পৌঁছায়নি জানিয়ে ফখরুল বলেন, ‘ম্যাডাম দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিদেশি হত্যার সঙ্গে বিএনপি জড়িত রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হলেও মির্জা ফখরুল তা নাকচ করে বলেন, ‘বিএনপি হত্যা ও জঙ্গিবাদের রাজনীতি করে না। তাদের অভিযোগ অমুলক ভিত্তিহীন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর