শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শমসের মবিনের সারা বেলা

নিজস্ব প্রতিবেদক

শমসের মবিনের সারা বেলা

দল ও রাজনীতিকে বিদায় জানিয়ে দুই দিন ধরে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসায় একাকী সময় কাটছে শমসের মবিন চৌধুরীর। এর মধ্যে তাকে সমবেদনা জানাতে যায়নি কোনো নেতা-কর্মী। তিনিও বের হননি বাসা থেকে। কূটনৈতিক পাড়া থেকে শুরু করে দেশ-বিদেশে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাসাই দুই দিন কাটালেন সাবেক এই পররাষ্ট্র সচিব। অবশ্য বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ শুভাকাক্সক্ষীরা তার সঙ্গে ফোনে, এসএমএস করে কিংবা ই-মেইলে কুশল বিনিময় করেছেন। নিজ জেলা সিলেটের নেতা-কর্মীরাও ফোনে সমবেদনা জানিয়েছেন। বেশ কয়েকজন কূটনীতিকও তার সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছেন। তার শারীরিক অবস্থাসহ পদত্যাগের কারণ জানতে চেয়েছেন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় পদত্যাগের কথা সবাইকে জানান শমসের মবিন চৌধুরী। এদিকে, গতকালও দিনভর গণমাধ্যম কর্মীরা তার বাসায় আসা-যাওয়া করেন। কিন্তু কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে যাতায়াত করতে দেখা যায়নি। গণমাধ্যমের সঙ্গে কথা বলা ছাড়া কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ দেননি তিনি। সর্বশেষ বুধবার পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাসায়। ওই দিন বাসায় ফেরার পর থেকে গতকাল পর্যন্ত কোথাও যাননি তিনি। গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে শমসের মবিন চৌধুরী জানান, ‘আমি প্রোস্টেট ও চোখের সমস্যায় ভুগছি। পায়ের সমস্যাও প্রকট। এ জন্য আপাতত বাইরে বেরুচ্ছি না। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি। এমআরপি পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছি। কিন্তু এখনো আমাকে তা দেওয়া হয়নি।’ তিনি জানান, বিএনপি থেকে পদত্যাগের পর আমাকে অনেকেই ফোন করেছেন। এ সিদ্ধান্ত থেকে সরে আসতেও বলেছেন অনেকেই। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। রাজনীতি থেকে অবসরে গেলাম। শারীরিক সুস্থতা এ মুহূর্তে আমার কাছে মুখ্য বিষয়। বিএনপি চেয়ারপারসন দেশে ফিরে পদত্যাগপত্র গ্রহণ না করলে কি করবেন এমন প্রশ্নে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, আমি আমার সিদ্ধান্তে এখনো অটল আছি।  চেয়ারপারসন দেশে ফিরে আসুক। সময়ই বলে দেবে আমি কি করব। এ নিয়ে আগাম কথা বলা ঠিক হবে না। জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পর্যায়ের কয়েকজন নেতা শমসের মবিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে অনুরোধ জানান। কিন্তু সিদ্ধান্তে অনড় থাকার কথাও নেতাদের জানান শমসের মবিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরা পর্যন্ত অপেক্ষার অনুরোধেও তিনি সাড়া দেননি বলে জানা গেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর