শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

স্তন ক্যান্সারে বিনামূল্যে সেবা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

স্তন ক্যান্সারে বিনামূল্যে সেবা

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত নারীদের ২৫ ভাগই স্তন ক্যান্সারে আক্রান্ত। এ ঘাতক রোগ থেকে দেশকে মুক্ত করতে প্রতি বছর ডিসেম্বর মাসজুড়ে বিনামূল্যে ক্যান্সার নির্ণয়ের চিকিৎসা দেওয়া হবে। এ সময় প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ সেবা ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সম্মেলন-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ব্রেস্ট ক্যান্সার স্টাডি ফোরাম’ এবং ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি নারীরা কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সচেতনার অভাবে এ রোগের চিকিৎসা নেন না তারা। অনেকে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই সরকারি মেডিকেল কলেজগুলোতে (যেখানে মেমোগ্রামের যন্ত্রপাতি রয়েছে) প্রতি ডিসেম্বর মাসে বিনামূল্যে এ রোগ শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশকে স্তন ক্যান্সারমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। সম্মেলনে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, যুক্তরাষ্ট্রের ক্যান্সার বিশেষজ্ঞ রিচার্ড লাভ, বাংলাদেশের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ডা. এম এ হাই, অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, অধ্যাপক ডা. আজম মোশতাক হোসেন ও অধ্যাপক ডা. সেলিম রেজা। ভারত, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের ক্যান্সার বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেন।

সর্বশেষ খবর